১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০
ATTENTION EDITORS - VISUAL COVERAGE OF SCENES OF INJURY OR DEATH A man, injured in a grenade explosion in south Kashmir's Tral town, is rushed to a hospital in Srinagar September 21, 2017. REUTERS/Danish Ismail TEMPLATE OUT

কাশ্মিরে মন্ত্রীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা: নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে এক মন্ত্রীকে লক্ষ্য করে গ্রেনেড হামলায় ৩ জন নিহত হয়েছে। ওই মন্ত্রী অক্ষত থাকলেও আহত হয়েছে আরো ২০ জন।
জঙ্গিনেতা বুরহান ওয়ানির জন্মস্থান ত্রালে এই হামলার ঘটনা ঘটে। হামলার লক্ষ্য জম্মু ও কাশ্মিরের পাবলিক ওয়ার্কস মন্ত্রী নাইম আখতার বলেন, আমি অক্ষত আছি কিন্তু এই হামলায় দুইজন মারা যাওয়ায় আমি দুঃখিত। আমি তাদের জন্য খুব কষ্ট পাচ্ছি। তিনি যোগ করেন, তার ড্রাইভারও গুরুতর আহত হয়েছে। স্থানীয় পুলিশ সুপার বলেছেন, মন্ত্রী একটি উন্নয়ন কাজের উদ্বোধন করতে গেলে এই গ্রেনেড হামলা ঘটে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ