১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ওআইসি ক্লাবের নতুন সদস্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক:

দেশের সর্বপ্রথম ছায়া ওআইসি ক্লাব ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ওআইসি ক্লাব‘ চলতি বছরে তাদের নতুন সদস্য সংগ্রহ শুরু করেছে। অনলাইনের পাশাপাশি ক্যাম্পাসের রেজিস্ট্রেশন বুথে সদস্য সংগ্রহের কাজ চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীগন এ ক্লাবের সদস্য হতে পারবেন।

ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ক্লাবের সভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, সংগঠনটি ওআইসির তরুন বিষয়ক সংগঠন আইসিওয়াইএফডিসির অধীনে নিবন্ধিত ও সরাসরি তত্বাবধানে পরিচালিত হয়। একাডেমিক সেশন, ডিপ্লোমেটিক ট্রেনিং ও নিয়মিত মক সেশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বৈশ্বিক পরিস্থিতি, ওআইসির এজেন্ডা সম্পর্কে অবগত করার পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ কৌশল, নেটওয়ার্কিং ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে এবং দেশকে উপস্থাপনের কৌশল সম্পর্কে জানতে সহযোগিতা করবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৭:৩৭ অপরাহ্ণ