১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

পুঁজিবাজারে লেনদেনে মন্দা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

বিনিয়োগকারীদের অব্যাহত বিক্রয় চাপে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন মন্দায় ভুগেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধারাবাহিকতায় ১২ কার্যদিবস পর ডিএসই’র লেনদেন হাজার কোটির নিচে নেমে এসেছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে মন্দা থাকলেও দিনশেষে বেড়েছে সূচক। এসময় সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি কোম্পানি ও ফান্ডের দর কমেছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ২০৬টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের। দিনশেষে ডিএসইতে ২৯ কোটি ২৪ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়।

এসময় ডিএসইতে ৭৮০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ডিএসইতে ১ হাজার ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।অর্থাৎ দিনশেষে ডিএসইতে লেনদেন কমেছে ৩০৫ কোটি টাকার।

লেনদেনে শেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ২.৪৩ পয়েন্ট কমে ৬১৭০.৪৭ পয়েন্টে স্থিতি পায়। এছাড়া শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস কমেছে ৪.১৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক কমেছে ১.০৭ পয়েন্ট।

লেনদেন শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের ন্যাশনাল ব্যাংক। এ প্রতিষ্ঠানটির ৪৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক, কোম্পানিটির ৪৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারে তৃতীয় অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক।

এছাড়াও টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, উত্তরা ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, রূপারী ব্যাংক, ইফাদ অটোস ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিকে, বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ১.৫০ পয়েন্ট কমে ১১৫৭৮ পয়েন্টে স্থিতি পায়। এসময় সিএসইতে ৪৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, দর কমেছে ১৫৮টির ও দর অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের। দিনশেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক। এসময় কোম্পানিটির ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৩:৪৯ অপরাহ্ণ