২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫৬

তত্ত্বাবধায়ক সরকার ও সেনা পুনর্বহাল চায় জমিয়তে ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল ও সেনাবাহিনী মোতায়েনসহ ১১ দফা দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বৃহস্পতিবার সকালে দলটি এসব দাবি জানায়। দলের মহাসচিব মাওলানা নূর হোছাইন কাসেমী নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে দলের মহাসচিব সাংবাদিকদের জানান, দলীয় সরকারের অধীনে অতীতের নির্বাচনে কারচুপি ও পেশীশক্তির ব্যবহার অভিযোগ উঠেছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তাই আমরা তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল করার ব্যাপারে নির্বাচন কমিশনকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করছি। ৩৩ শতাংশ নরী কোঠা যে নির্ধারণ করেছে ইসি এটাকে অনধিকার চর্চা হিসেবে মন্তব্য করে নূর হোছাইন কাসেমী বলেন, দলগুলো তার নিজেদের প্রয়োজনেই করবে। সেখানে কত নারী সদস্য হবে।

দলটির আরো যে সব দাবি সেগুলো হলো- নির্বাচনের এক বছর আগে থেকেই রাজনৈতিক দলগুলোর জন্য অবাধ সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনকে উদ্যোগ গ্রহণ করা; ভোটার তালিকা হালনাগাদ করে অবৈধ ভোটার থাকলে তা বাদ দেয়া; অবৈধ ও কালো টাকার মালিকরা নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা করা, নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করা এবং এক বছর আগে সকল সংস্থা ও কর্মীদের নাম পরিচয় নির্বাচন কমিশনের ওয়েব সাইটে ও গণমাধ্যমে প্রকাশ করা; সুষ্ঠু ভোটের স্বার্থে সেনাবাহিনী নিয়োগ, স্বতন্ত্র প্রর্থীদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার জন্য ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর নমিনেশন পেপারের সাথে জমা দেওয়ার বাধ্যবাধকতার আইটি বিলুপ্ত করা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করা, প্রবাসীদের ভোটারধিকার নিশ্চিত করা, মানোনয়নপত্র জমা দেওয়া ও নির্বাচনের তারিখের মধ্যে অন্তত ৪০ দিন সময় রাখা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর হোছাইন কাসেমী বলেন, যেসব বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই সেষব বিষয়ে সরকারকে জানাবে। বিকেল তিন টায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে ইসির সংলাপে বসার কথা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ