নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ছংচাইল প্রভাতী ফিশ ফিড এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ যুবকের পরনে একটি ট্রাউজার ছিল। সাদা কাপড়ে মুখ বাধা ছিল। শরীরের বাম পাশে বুকে একটি গুলির চিহ্ন রয়েছে।
নিহতের কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। লাশ থানায় রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

