নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিন কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় তাকে গ্রফতার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানের জ্বালানি নেয়ার জন্য হাইড্রেন্ট লাইন নির্মাণে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে বাস্তবায়িত ওই প্রকল্পে সিডিউল অনুযায়ী কাজ না করে ঠিকাদারের যোগসাজশে টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এরপর টাকা আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে চট্টগ্রামে দুটি মামলা হয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

