১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

চবিতে সাংবাদিককে কুপিয়ে আহত করে ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্থসূচকের প্রতিনিধি কিংশুক পার্থ বণিক বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করে।

অন্যদিকে এ ঘটনায় যাতে কোন ধরনে মামলা দায়ের না করে সেজন্য বিভিন্ন টেলিফোন থেকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা যায়।

মামলার অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, সোহান ও একই শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের আল আমিন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুফ সিএফসি সদস্য ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি মো. রেজাউল হক রুবেল অনুসারী হিসেবে পরিচিত বলে জানা যায়।

মামলার বিষয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে কুপিয়ে আহত করে কয়েক জন ছাত্রলীগ কর্মী। আহত কিংশুক পার্থ বণিক বিশ্ববিদ্যালয়ের অর্থসূচকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য। এই ঘটনায় পার্থ বিশ্বদ্যিালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগও দেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ