১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

নাটোর লালন একাডেমির ভিত্তি প্রস্থর স্থাপন

শিল্পসাহিত্য ডেস্ক:

লালন গীতিকে বাঁচিয়ে রাখতে ও গ্রামের মানুষকে উজ্জিবিত করতে নাটোরে লালন একাডেমির ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের লালন ভক্ত শরিফুল ইসলাম শরিফের দেওয়া ৩৯ শতাংশ জমির উপর এই লালন একাডেমির ভিত্তি প্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

নাটোর লালন একাডেমির আজীবন খাদেম ও জমিদাতা শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. একে এম আজাদুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস হোসেন, নাটোর জেলা লালন একাডেমির সভাপতি আব্দুল লতিফ খান খোকা, সাধারণ সম্পাদক সৌরভ উদ্দিন আহমেদ।

পরে জেলা প্রশাসক শাহিনা খাতুন ও স্থানীয় শিল্পীরা ‘আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে বেধেছে এমনও ঘর বেধেছে এমনও ঘর শুন্যের ওপর তস্তা করে’ সহ বিভিন্ন লালন গীতি পরিবেশন করেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ