১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান রুহুল কুদ্দুস তালুকদার দুলুর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘এ সরকার যেকোনো সময়ে নির্বাচন ঘোষণা করতে পারে। সে কারণে দলীয় নেতাকর্মীদের নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। দলের নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হলে জয় আমাদের সুনিশ্চিত।’
শনিবার দুপুরে বাগেরহাট শহরের মুনিগঞ্জে জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, ‘দীর্ঘ আট বছরে আমাদের হাজার-হাজার নেতাকর্মীদের গুম-খুন, বাড়িছাড়া ও নির্যাতন করা হয়েছে। বিএনপির শহীদ নেতাকর্মীদের রক্তের শপথ নিয়ে এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’
‘মানুষ অবাধে তাদের ভোট দিতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো যাবে’ বলে দাবি করে দুলু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দু:শাসন ও তাদের সকল অগণতান্ত্রিক কাজের বিচার করা হবে। অনির্বাচিত যারা রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছে তাদেরকে চির তরে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এটিই খালেদা জিয়ার আহ্বান।’
বাগেরহাটে সম্মেলন ছাড়াই আট বছর পর নবগঠিত জেলা বিএনপি’র সভাপতি এমএ সালামের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাসাসের কেন্দ্রীয় সভাপতি বাবুল আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল আহম্মেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, ড. শেখ ফরিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান দিপু অ্যাড. আসাদুজ্জামান, এ কে এম আব্দুল হাই, শেখ শাহেদ আলী রবি, খান মতিয়ার রহমান, মোজ্জাফর রহমান আলমসহ জেলা নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

এম/এম

প্রকাশ :মে ১৩, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ