১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

চট্টগ্রামে ২ সহকারী রাজস্ব কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুদক। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুস ছিদ্দিক ও মোহাম্মদ মহসিন।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় দফতারের সহকারী পরিচালক লুৎফর কবির  জানান, চলতি বছরে ফুড় গ্লিসারিনের একটি চালান নিলামে বিক্রি করার পর সেই টাকা সরকারি কোষাগারে জমা না করে কর্মকর্তারা তা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে গত ৩০ আগস্ট হালিশহর থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ