১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

রোহিঙ্গাদের সহায়তায় কক্সবাজারে মিডিয়া সেন্টার স্থাপন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তার তথ্য দেয়ার সুবিধার্থে কক্সবাজার জেলা প্রশাসক কমপ্লেক্সে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। বুধবার তথ্য অধিফতরের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য দপ্তরের উপ-প্রধানের নেতৃত্বে গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্ত কক্সবাজারের জেলা তথ্য অফিসার এই মিডিয়া সেন্টার পরিচালনা করবেন। প্রয়োজনে জেলা তথ্য অফিস চট্টগ্রাম, লামা ও পটিয়া উপজেলার মিডিয়া সেন্টার এই দায়িত্বপালনে সহযোগিতা করবে।

বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমার থেকে আসা আশ্রয় প্রার্থীদের মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। সভায় অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম, পররাষ্ট্র মন্ত্রণায়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুহিবুল হোসেন, তথ্য অধিদফতরের সিনিয়র ডিপিআইও (প্রেস) ফায়জুল হক, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ এটুআই নাঈমুজ্জামান মুক্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের এই মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন বিকালে জেলা প্রশাসক কক্সবাজার এবং আর আর সি’র প্রধান সাংবাদিকদের ব্রিফিং করবেন। এছাড়া, এই মিডিয়া সেন্টারে টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স এবং কম্পিউটারের সুবিধা থাকবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৫:২৭ অপরাহ্ণ