১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

মাগুরায় ৩ বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলায় বুধবার বিএনপির ৩ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মশিয়ার রহমানের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন-শ্রীপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য খন্দকার খলিলুর রহমান, শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জহুরুল লস্কর এবং থানা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ও সাবেক মেম্বর আওরঙ্গজেব রনি। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খলিলুর রহমান অভিযোগ করেন, তারা দুপুরে শ্রীপুর থানার কাছে মাছের আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় মশিয়ার রহমানের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এ হামলা চালায়। তাদের কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা তারা ছিনিয়ে নেয়। শ্রীপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা জানান, বিএনপি নেতাকর্মীদের মারধরের বিষয়ে পুলিশ দোষীদের আটকে তৎপর রয়েছে। মশিয়ার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির দলীয় কোন্দলে কে-কাকে মারধর করেছে জানি না। তবে আওয়ামী লীগের কোন লোক জড়িত না।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ