১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

শেরপুরে ওএমএসে ভিড়, কমছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক:

শেরপুর খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল বিক্রির ওএমএস দোকানগুলোতে চাল কিনতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ত্রিশ টাকা কেজি দরের ওএমএস চালুর ফলে স্থানীয় বাজারে চালের দাম কমতে শুরু করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান শহরের বিভিন্ন ওএমএস দোকান পরিদর্শন করেন।

ওএমএস’র চাল কিনতে আসা হুমায়ুন কবির, লিটন মিয়া, রিপন খান, লিপি আক্তার ও অরুণা রানী দাস বলেন, শহরের নবীনগর, চাপাতলি, পুরাতন গরুহাটি ও বাগরাকসা এলাকার চারটি ওএমএস দোকানেই নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন। ৩০ টাকা কেজি দরে প্রত্যেকে ৫ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন। এবার ওএমএসে আতপ চাল দেয়া হলেও সাধারণ মানুষের এনিয়ে তেমন কোন অভিযোগ নেই বলে তারা জানান।

জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, শহরের ৫টি ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন ১টন করে মাসে ১২০ মে.টন এবং ৫ উপজেলায় ৪৫০ মে.টন চাল বিক্রি করা হচ্ছে। এতে চালের বাজার শিগগির নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৩:০১ অপরাহ্ণ