১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৮

কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সদস্য মামুন অর রশিদ মামুনকে (৩৮) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ভাদালিয়া পাড়ার আনোয়ার ড্রাইভারের বাড়ি থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবর, একটি রাইফেলের গুলি ও ১০০ পিস ইয়াবাসহ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সদস্য এবং অর্ধ ডজন মামলার আসামি। তিনি এলাকায় পিচ্চি মামুন নামে পরিচিত। মামুনের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে বলেও জানাগেছে।

দৈনিক দেশজনতা /আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ