২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৭

রাজবাড়ীতে মাদক বিক্রেতা আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীতে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে জেলা সদর ও গোয়ালন্দ উপজেলায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. শাজাহান শেখের ছেলে মো. সেলিম শেখ (২৮), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মো. আরিফ কাজির স্ত্রী রোজি বেগম (৪০) ও একই এলাকার মো. লাল মিয়ার স্ত্রী সাথী বেগম (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, সকালে রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবাসহ সেলিমকে আটক করা হয়। এছাড়াও দুপুরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে রোজিকে ছয় গ্রাম হেরোইন ও সাথীকে সাত গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা এসব মাদকের মূল্য এক লাখ ৯০ হাজার টাকা হবে।

আটক সেলিমের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় এবং রোজী ও সাথীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ