১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

আনন্দলোক বিদ্যালয় তিস্তার ভাঙনের মুখে

রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা এলাকার অবহেলিত জনগোষ্ঠীর শিশু সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল আনন্দলোক বিদ্যালয় তিস্তার ভাঙনে হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় চর এলাকার কোমলমতি ১৮৯ জন শিশু শিক্ষার্থীদের পাকা বিদ্যালয়টি তিস্তায় বিলীন হয়ে যেতে পারে। চরে শিক্ষার মান বৃদ্ধির লক্ষে জাগরণী চক্র ফাউন্ডেশন রিচ আপ প্রকল্প কর্তৃক পরিচালিত বিদ্যালয়টি শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৮৯ জন শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন ৩ জন শিক্ষক। গত কয়েকদিন ধরে তিস্তার ভাঙন দেখা দিলে বিদ্যালয়টির ১০ ফুট কাছে ভাঙন দেখা দেয়।

এদিকে শিক্ষার্থীরা ভাঙন রোধে গাছের ডালপালা ভাঙন এলাকায় ফেলছেন। কিন্তু তাতেও যেন ভাঙন থামছেই না। শিক্ষার্থী শরিফ, শাহিদা, ওয়ালিদ ও এমি আকতার জানান, আমাদের পাঠশালা বিলীন হতে দেখতে চাই না। এটি রক্ষার দাবি জানাই। শিক্ষক নাছরিন সুলতানা বলেন, ভাঙনের হাত থেকে বিদ্যালয়টি রক্ষা করা না গেলে চরের এ শিশুদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বসনিয়া বলেন, শিক্ষায় পিছিয়ে পড়া চরের শিশুদের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন বিদ্যালয়টি অত্যন্ত মনোরম পরিবেশে নির্মাণ করে চালু করে। এখান থেকে অনেক শিক্ষার্থী পাশ করে উচ্চ বিদ্যালয়ে পড়ছে। কিন্তু এবারের বন্যায় কয়েক দফার ভাঙন বিদ্যালয়ের কাছে এসেছে। আর মাত্র ৮/১০ ফুট ভাঙলে বিদ্যালয়টি বিলীন হয়ে যাবে। তিনি বিদ্যালয় রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের পিও শওকত আলী স্বপন জানান, ভাঙন থেকে বিদ্যালয় রক্ষার্থে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৫:০৩ অপরাহ্ণ