১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫২

ক্রিকেটারদের শিকল পরাতে যাচ্ছে পাকিস্তান বোর্ড

স্পোর্টস ডেস্ক:

এই একটা ইস্যু নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ছিল অনমনীয়। তাতে তাদের ক্রিকেটের এমন বেশি ক্ষতি হলো যে শেষ পর্যন্ত অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। ক্রিস গেইলদের পা থেকে ঘরোয়া ক্রিকেটে খেলার বাধ্যবাধকতা থেকে শিকলটা খুলে নিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিনা সেই পথেই হাঁটতে যাচ্ছে! চুক্তিভূক্ত ক্রিকেটারদের বৈশ্বিক ঘরোয়া লিগে খেলা যাতে কমানো যায় সেই ব্যবস্থাই নিতে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা ওই খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা। এই ক্রাইটেরিয়া পূরণ না করতে পারলে জাতীয় দলে গুরুত্ব কমবে খেলোয়াড়ের।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও খবর দিয়েছে, পিসিবি চুক্তিভূক্ত খেলোয়াড়দের জন্য বছরে অন্তত তিনটি ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ খেলার নীতিতে যেতে চাইছে। যেটা খেলোয়াড়ের জন্য হবে বাধ্যতামূলক। এমনিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ নেই। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিগ ব্যাশ, ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্টে খেলেন পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার। বিপিএলেই সংখ্যাটা বেশি। এবারের আসরে খেলবেন ১৭ জন। রিপোর্টে দাবি করা হয়েছে, ন্যাশনাল টি-টুয়েন্টি লিগ এই বছর বাতিল করতে হয়েছে পিসিবিকে। যেটা তাদের জন্য বিব্রতকর। এই আসরের জন্য সিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিতে লাহোরে ডেকে আনা হয়েছিল। ক্যারিবিয়ান থেকে। খেলোয়াড়রা দেশে পৌঁছানোর পরই বোর্ড বাতিল করে ন্যাশনাল টি-টুয়েন্টি লিগ। খেলোয়াড়রা আবার উড়ে যান ক্যারিবিয়ায়।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, পিসিবির এমন অপেশাদার আচরণে খেলোয়াদের অনেকে বিরক্ত হয়েছেন। আর এখন যে উদ্যোগ পিসিবি নিতে যাচ্ছে তাতে তাদের সাথে খেলোয়াড়দের ঝামেলা বাধার শঙ্কাও রয়ে যায়। ‘আমরা দেখেছি অন্য দেশে লিগ ক্যারিয়ার বাঁচাতে খেলোয়াড়রা কিভাবে দেশের চুক্তিকে পিঠ দেখিয়েছে।’ সূত্রটি বলেছে, ‘বিভিন্ন দেশের লিগ খেলোয়াড়দের আর্থিক স্বাধীনতা দেয়। এরকম লিগে খেলোয়াড়দের খেলা বন্ধ করা যে কোনো বোর্ডের জন্যই কঠিন।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৪:৩৪ অপরাহ্ণ