১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৫

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪৫ জন

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে পুলিশের অভিযানে দু’জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও চার মাদক ব্যবসায়ীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেলার চারটি থানায় সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে নড়াইল সদর থানায় এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার অভিযোগে ১৩ জন, লোহাগড়ায় এক মাদক ব্যবসায়ী ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৫ জন, কালিয়ায় দুই মাদক ব্যবসায়ী ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১০ জন এবং নড়াগাতী থানা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারসহ জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদকসহ বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়েছে। জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১০:৫৫ পূর্বাহ্ণ