বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাক্ষনবাড়ীয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম(৪০) কে আজ শনিবার রাত ৭টা সময়ে ঈমামনগর গ্রামে একদল সন্ত্রাসী রাতের অন্ধকারে তার শরীরের হাতে,মাথায়,পিঠে ও পায়ের রগ কেটে দিয়েছে এলাকাট সন্ত্রাসীরা। তার শরিলে অসখ্য সেলাই দেয়া হয়েছে। রফিকের শরিলের বেশি অংশে কুপিয়ে গুরুত্বর জখম করেছে। তার চিকিৎসার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। শিখা বেগম বলেন রফিক ভাইয়ের অবস্থা বেশি ভাল না পায়ের চিকন রগ গুলু লাগানো হয়েছে তবে মোটা রগ এখনো সেলাই/ লাগানো সম্ভব হয়নি। ১৫ ব্যাগ রক্ত দিয়াছি আরো লাগবে।ডাঃ বলেছে ১৫ দিন পরে সেলাই করতে হবে মোটা রগের । এই ঘটনাকে কেন্দ্র করে ঈমামনগরে আবারো চলছে তীব্র উত্তেজনা।খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার এক দল পুলিশ ঘটনাস্থল গিয়ে সেখান থেকে অনেক টেডা, চল,কোচ উদ্ধার করে আনে।তবে শিখা বেগম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় ১৩ জন আসামী করে একটি এজাহার জমা দিয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “রফিকের” পায়ের রগ কেটে গেছে এবং মাথায়ও আঘাত আছে । অবস্থা খুবই খারাপ।”তবে আমরা দেখছি কি করা যায়।অপরাধিকে ধরে উচিৎ শিক্ষা দিয়ে দেব।আমাদের অবিযান চলছে ও চলবে।
দৈনিক দেশজনতা /এন আর