নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বিদ্যুৎপৃষ্টে জোবেদা খাতুন (৩৮) নামে এক গৃহবধু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শিশা বাজার কোলাপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত জোবেদা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বাহিরে গরুকে পানি খাওয়ানোর জন্য পানি নিয়ে যাচ্ছিলেন। গরুর পাশে থাকা একটি বিদ্যুতের তারে অজান্তে হাত পড়ে। আর্থিনের তারটি বিদ্যুতায়িত হওয়ায় বিদ্যুৎপৃষ্ট হন জোবেদা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

