১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

সরকারের অব্যবস্থাপনায় চালের দাম লাগামহীন: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের অব্যবস্থাপনার ফলে চালের দাম লাগামহীন হয়ে পড়েছে। সাধারণ মানুষ চাল কিনে খাওয়ার অবস্থা নেই।সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এই কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে দূর্গা পুজার প্রস্তুতি সভায় হামলা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সরকারের প্রতিপক্ষ শুধু বিএনপি নয়। সাধারণ মানুষকেও রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠান থেকে বঞ্চিত করছে।

তিনি বলেন, এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাংলাদেশের জন্য, যেখানে সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার থাকবে। কিন্তু এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে।জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা পাপ আর কারও ধর্মীয় অধিকার হরণ করা মহাপাপ। এই সরকার সেই মহাপাপে পাপি বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।তিনি বলেন, আজকে এই সরকারের অক্ষমতার কারণেই মিয়ানমার বাংলাদেশের আকাশ সীমা বারবার লঙ্ঘন করছে।বিনাভোটে নির্বাচিত এই সরকারের পতন ঘটিয়ে মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ২২ ট্রাক ত্রাণ আটকে দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রশাসনকে বলেছিলাম আপনারা আমাদের সাথেই এই ত্রাণ বিতরণ করেন কিন্তু তারা রাজি না হয়ে আমাদেরকে বলে আপনারা ২-৩ বস্তা বিতরণ করে ছবি তুলে চলে যান আর বাদ বাকি আমাদের গুদামে জমা দেন। তাহলে ভাবেন একবার দেশের কি অবস্থা?

তিনি বলেন, সরকার বিএনপির ২২ ট্রাক ত্রাণ আটকে দেয়ার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার কেড়ে নিয়েছে। শুধু লুটপাট দেখার জন্য বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমতায় দেখতে চায় না।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ৫:৩৪ অপরাহ্ণ