১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

শিশু ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার রায়ে হামিদুল নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাভোগের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে শেরপুরের শিশু আদালতের অতিরিক্ত দায়রা জজ মোসলে উদ্দিন এ রায় দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল জেলার নালিতাবাড়ী উপজেলার বিশগিড়িপাড়া গ্রামের ওমান প্রবাসী মনির হোসেনের আড়াই বছর বয়সের শিশু কন্যাকে একই গ্রামের আবুল হোসেনের পুত্র হামিদুল ইসলাম কোলে করে নিয়ে তার বাড়ির পাশের একটি ঘরে ধর্ষণে চেষ্টা চালায়। ঘটনার সময় ওই শিশুর সাথে থাকা অপর আরেক শিশু বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির মা মিনা বেগম বাদী হয়ে হামিদুলকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিনই হামিদুলকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু বলেন, এ ঘটনায় গত ২৩ মে চার্জ গঠন করা হয়। এরপর ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র সাড়ে তিন মাসের মধ্যে সোমবার আদালত এ মামলার রায় প্রদান করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ