১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিপিবির বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি:

চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও চালের মূল্য কমাতে অবিলম্বে শহর, বন্দর, হাটে, বাজারে, খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু, গরিব মানুষদের জন্য সরকার ঘোষিত ১০টাকা মূল্যে চাল বিক্রয় পুনরায় চালু, ভিজিএফ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে চাল বিতরণ ও অসাদু চাল ব্যবসায়ী, মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি। এসময় তারা খাদ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সোমবার জেলা শহরে ১নং ট্রাফিক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বক্তারা বলেন, চালের মজুদ নিয়ে খাদ্য মন্ত্রীর অতিকথন ও মিথ্যাচার, সঠিক সময়ে চাল আমদানীর সিন্ধান্ত নিতে ব্যর্থ হওয়াতে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। বক্তারা অবিলন্বে এই পরিস্থিতির জন্য দায়ী খাদ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সিপিবি নেতা যোজ্ঞেস্বর বর্মণ, ক্ষেতমজুর নেতা গোলজার, যুবনেতা মিঠুন রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক আসমানী আকতার আশা প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ৩:০১ অপরাহ্ণ