নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে সরকারিকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন।
আগামীকাল মঙ্গলবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
রিট আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ, কলেজের পরিচালনা পরিষদের (এডহক) চেয়ারম্যান, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিবাদী করা হয়েছে।
আবেদনে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে সরকারিকরণে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন জানানো হয়েছে।
পরে ইউনুছ আলী আকন্দ বলেন, ব্রিটিশ আমলে ১৯২৬ সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে সরকারের অর্থায়নে ও নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়ে আসছে। পাকিস্তান আমলে ১৯৫৮ সালে চার বছরের মেডিকেল কোর্স (এলএমএফ) চালু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেশ স্বাধীনের পর ১৯৯৪-১৯৯৫ সেশনে ইনস্টিটিউশনের পাশাপাশি বেসরকারিভাবে মেডিকেল কলেজ করে ৬৩ শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
২০১৬-২০১৭ সেশেনে ২৩তম ব্যাচে ১৩০ জনকে ভর্তি করা হয়। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে ১২৮১ জন শিক্ষার্থী চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন।
ইউনুছ আলী আকন্দ আরও বলেন, প্রত্যেক মেডিকেল কলেজের একটি হাসপাতাল থাকতে হয়। অথচ এখানে সরকারি হাসপাতাল আছে কিন্তু কলেজ বেসরকারি। তাই সরকারিকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিট দায়ের করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ