১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

রাজবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার পর গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের কৃষ্ণতলা ও উপজেলার চর দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের কৃষ্ণতলা এলাকার বাচ্ছু শেখের এক বছর বয়সী কন্যা সুমনা ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া গ্রামের মানিক শেখের তিন বছর বয়সী কন্যা মারুফা।
মারুফার চাচা হারুন শেখ জানান, রোববার বিকেলে অন্য শিশুদের সাথে খেলার সময় মারুফা বাড়ির পাশের পুকুরে নামে। অন্য শিশুরা উঠে আসলেও মারুফা আর উঠতে পারেনি। সন্ধ্যায় সে বাড়িতে ফিরে না আসায় ওই শিশুদের কাছে থেকে জানতে পেরে রাত ৮টার দিকে পুকুরে জাল ফেলে মারুফাকে উদ্ধার করা হয়। এ সময় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত অপর শিশু সুমনার খালু ইমরান হোসেন জানান, সদ্য হাঁটতে শেখা সুমনা পরিবারের সকলে নজর এড়িয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা খোঁজা-খুঁজির এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে পানিতে সুমনাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, দুটি শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ