আন্তর্জাতিক ডেস্ক:
রোমানিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬৭ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হতাহতদের অধিকাংশই তিমিসোয়ারা শহরের কাছাকাছি ছিলেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই এলাকায় ঘণ্টায় ১শ’ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যায়। ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া অনেক গাছ উপড়ে পড়েছে। অনেক বাড়ির ছাদও বাতাসের তোড়ে উড়ে গেছে।
তিমিসোয়ারা’র মেয়র নিকোলা রোবু স্থানীয় ডিজি ২৪ টিভি চ্যানেলকে জানান, ‘ঝড়ের ব্যাপারে আমরা আগে থেকে সতর্ক ছিলাম না। আবহাওয়া দপ্তর শুধুমাত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।’ রোমানিয়ার জরুরি বিভাগ দুর্গত এলাকার মানুষদের নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছে। এছাড়া, গাছ কিংবা বিদ্যুতের লাইনের কাছাকাছি অবস্থান না করার আহ্বান জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়টি এখন ইউক্রেনের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

