নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা, তফসিল ঘোষণার আগেই সংসদ বিলুপ্ত ও বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনসহ ২১ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটি মনে করে, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আর একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচন হলে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা কঠিন।
অন্যদিকে, শাসকগোষ্ঠীর আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার ফলে সেনাবাহিনীই হচ্ছে সর্বশেষ জনগণের আস্থার জায়গা। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সোমবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরে দলটি। সভায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়াসহ ১১ সদস্য উপস্থিত রয়েছেন।
এদিকে, বিকেল তিনটায় প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সঙ্গে মতবিনিময় করবে কমিশন। গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি দিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসে ইসি। আর গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ১২টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।
দৈনিক দেশজনতা /এমএইচ