২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৪

ইরানের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:    

জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ইরান-আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তুঙ্গে। আমেরিকার চেয়েও বেশি শক্তিশালী বোমা ইরানের কাছে- এমন দাবি ইরানের আইআরজিসি’র এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদে। কলকাতার একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ১০ টনের এই বোমা ‘মাদার অফ অল বম্বস’ নামকরণ করা হয়েছে। ইরানি ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি জানিয়েছেন , “মারাত্মক ধ্বংসক্ষমতা সম্পন্ন বোমা বিমান থেকে ফেলা যাবে। ”মার্কিন বোমা ‘গঙই জিবিইউ-৪৩ /বি’-র সঙ্গে তুলনা করে তিনি জানিয়েছেন, “এটি ‘মাদার অব অল বম্বস’।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন সেনা গঙই জিবিইউ-৪৩ /বি বোমাটি ইরানের উপর নিক্ষেপ করেছিল। সেই আক্রমণেরই পাল্টা জবাব এই বোমা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১১:২৯ পূর্বাহ্ণ