৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:১৩

বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় কমনওয়েলথ’র প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিজ বাড়িঘর ছেড়ে পালানো ছাড়া যাদের আর কোন উপায় ছিল না, বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দেয়ায় আমি উৎসাহিত।’ তিনি বলেন, ‘এই শরণার্থীরা রোহিঙ্গা মুসলিম। তারা জানিয়েছেন, মিয়ানমার সংখ্যাগুরু বৌদ্ধ ও সরকারি বাহিনীর নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।’ মহাসচিব স্কটল্যান্ড আরো বলেন, ‘এটা একটি বড় ধরনের মানবিক সংকট এবং বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা এসব শরণার্থীদের অধিকাংশই নারী ও শিশু।’

তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে খাবার, আশ্রয় ও পোশাকসহ মৌলিক চাহিদাগুলো পূরণের মাধ্যমে বাংলাদেশ সরকার ও জনগণ কমনওয়েলথের সুনাম অক্ষুন্ন রেখেছেন। লাখো শরণার্থীর এই সংকটপূর্ণ মুহূর্তে এই সহায়তাগুলো অত্যন্ত প্রয়োজন। শরণার্থীদের মানবিক সহায়তা করা কমনওয়েলথ চুক্তির শর্তাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ