১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছেছেন

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:    

 

জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগদানের জন্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। অপরদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেএফকে বিমানবন্দরের সামনে প্রতিবাদ জানান। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা বিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। একই দিন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ