স্পোর্টস ডেস্ক:
আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ এগিয়েছেন এক ধাপ। অল রাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই সময়ে কোনো টি-টুয়েন্টি না থাকায় অদল বদল হয়নি বাংলাদেশের অবস্থানও। ধুম ধাড়াক্কা ফরম্যাটের র্যাঙ্কিংয়ে আফগানিস্তার পর ১০ নম্বরেই আছে টাইগাররা।
টি-টুয়েন্টিতে সম্প্রতি বাংলাদেশের কোন খেলা না থাকলেও অন্যদের ব্যর্থতায় পোয়াবারো মোস্তাফিজের। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে উঠা মোস্তাফিজকে জায়গা দিয়ে ছয়ে নেমে গেছেন স্যামুয়েল বদ্রি। বোলারদের মধ্যে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ধরে রেখেছেন এক নম্বর স্থান। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন ভারতের জাসপ্রিন্ত বুমরাহ। আগের মতোই চারে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
অল রাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এক নম্বরে। দুই থেকে চারে গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী ও মারলন স্যামুয়েলস। ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে এরপরই মাহমুদউল্লাহর অবস্থান। অল রাউন্ডারের মতো সাকিব তার বোলিংয়ের র্যাঙ্কিংও ধরে রেখেছেন। বাংলাদেশের সেরা তারকা আছেন নয় নম্বরে।
ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশে বাংলাদেশের আছেন মাত্র একজনই। সাব্বির রহমানের অবস্থান ১৩ নম্বরে। বিশ্ব একাদশের বিপক্ষে দারুণ ব্যাট করে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট এক লাফ দিয়েছেন পাকিস্তানের বাবর আযম। ২১ ধাপ এগিয়ে তিনি এখন ছয় নম্বরে। সেরা পাঁচে এগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইসও। চার থেকে তিনে উঠেছেন তিনি। তিন থেকে এক ধাপ নিচে নেমেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। প্রথম দুটি স্থানে আগের মতই আছেন ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল আছেন পাঁচে।
একমাত্র টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়ে এক ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে তিন থেকে চারে সরিয়ে তিনে উঠেছে তারা বিশ্ব একাদশকে টি-টুয়েন্টি সিরিজে হারালেও শীর্ষে উঠতে পারেনি পাকিস্তান। আগের মতই ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে নিউ জিল্যান্ড। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান আছেই এরপরই। পাঁচ থেকে দশ পর্যন্ত যথাক্রমে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।
দৈনিক দেশজনতা/এন এইচ