১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির খান দিঘী এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ উল্লাহ (২৬) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে ইয়াবা পাচারকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি মিয়ানমারের মন্ডু এলাকার আবদুল মোনাফের পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, ৪-৫ দিন আগে মোহাম্মদ উল্লাহ মিয়ানমারের মন্ডু থেকে পালিয়ে টেকনাফে চলে আসেন। তিনি কিতাবের ভিতরে করে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করতে লোহাগাড়ায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কিতাবের ভিতর থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশ আইনে পৃথক মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৫:২৩ অপরাহ্ণ