১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল করার অভিযোগ: গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল করার  অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোসলেম, শাহ আলম, আশিক ও আব্দুর রহিম।
ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুপ আলী জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির কাগজপত্র, ক্লিয়ারেন্স পেপার এবং ওসির সিল উদ্ধার করা হয়। এরা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করত।
উল্লেখ্য, বিদেশ গমন ও চাকরির ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৫:১৫ অপরাহ্ণ