২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

সৈয়দপুরে পিকআপের ধাক্কায় দুই কলেজ ছাত্র আহত

নীলফামারী প্রতিনিধি:
পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্র গুরতর আহত হয়েছে। আহতদের একজনের নাম মো. মমিনুর ইসলাম মুন্না (১৬)। মুন্না কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের হাফিজুল ইসলামে ছেলে। অপর ছাত্রের নাম নুরুন্নবী (১৬)। সে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামের আকবর আলীর ছেলে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপেুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত দু’ছাত্রই কামারপুকুর কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০ টার দিকে কামারপুকুর বাজারের অদূরে রংপুর-সৈয়দপুর মহাসড়ক এলাকায় সাইকেলযোগে কলেজগামী ওই দুই ছাত্রকে রংপুর থেকে আসা সৈয়দপুরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ল-১১-১১৮১) পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে রংপুরে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফুল হক সোহেল নীলফামারীনিউজকে জানান, আহত দু’ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রমেকে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ও কলেজের ছাত্ররা পিকআপটি ভাংচুর করে রাস্তা অবরোধ করে রেখেছে। রংপুর-সৈয়দপুর মহাসড়কে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ফলে আটকা পড়ে শত-শত যানবাহন। পড়ে প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টায় অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৫:০৩ অপরাহ্ণ