রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপেুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত দু’ছাত্রই কামারপুকুর কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০ টার দিকে কামারপুকুর বাজারের অদূরে রংপুর-সৈয়দপুর মহাসড়ক এলাকায় সাইকেলযোগে কলেজগামী ওই দুই ছাত্রকে রংপুর থেকে আসা সৈয়দপুরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ল-১১-১১৮১) পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে রংপুরে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফুল হক সোহেল নীলফামারীনিউজকে জানান, আহত দু’ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রমেকে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ