ক্রীড়া ডেস্ক:
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে সাজঘরে ফিরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ‘ডাক’ হলেও এটি তার ক্যারিয়ারের ১২তম ‘ডাক’।
১৩ ইনিংস আগে কোহলি শেষ ‘ডাক’ মেরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে। এ ১৩ ইনিংসে তার সর্বনিম্ন রান ছিল ৩, সর্বোচ্চ ১৩১।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ‘ডাক’ মেরেছেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের অনেকগুলো রেকর্ডই কোহলি ভেঙেছেন। সামনেও ভাঙবেন। টেন্ডুলকারের ‘ডাক’ মারার রেকর্ডটি ভাঙলে অবাক হওয়ার কিছু থাকবে না!
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়েছে টিম ইন্ডিয়া। ১১ রান তুলতেই ৩ ব্যাটসম্যান সাজঘরে।
২০১৭ সালে ওয়ানডেতে ৮৪.৭৫ গড়ে রান করছেন বিরাট কোহলি। ১৯ ইনিংসে এখন পর্যন্ত কোহলির ব্যাট থেকে এসেছে ১০১৭ রান। নিঃসন্দেহে সবার উপরেই ভারতের অধিনায়কের নাম।
কোহলির পর রয়েছেন ফাফ ডু প্লেসি। তার রান ৮১৪।২০৩ রানের ব্যবধান! কিন্তু একটি দিকে ডু প্লেসি এগিয়ে। চলতি বছরে এখন পর্যন্ত একটিও ‘ডাক’ মারেননি ডু প্লেসি। সেখানে কোহলির ‘ডাকের’ সংখ্যা ২।
দৈনিক দেশজনতা /এন আর