নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের শ্রীবরদীতে ১শ বোতল ভারতীয় মদ, নগদ ৭৭হাজার টাকাসহ ৩জনকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার ভোরে সিংগাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইল মধুপুরের কাজীপাড়া গ্রামের আনোয়ার মুনসুরের ছেলে মাসুম হাসনাইন (৩৭), মধুপুর এলাকার উলিপুর গ্রামের কুরবান আলীর ছেলে আলামিন (২২) ও ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি গ্রামের মৃত ইয়াস উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩৮)।
বিজিবি কর্ণঝোড়া ক্যাম্প ইনচার্জ মো: আব্দুলাহ বলেন, আটককৃতরা রবিবার ভোর ৪টার দিকে টয়েটা কোরলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৬১৮০) কর্ণঝোড়া থেকে ঝিনাইগাতী যাওয়ার সময়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে ঝুঁলগাও এলাকায় গাড়িটি থামিয়ে অভিযান চালায়। এসময় গাড়িতে রাখা ভারতীয় ম্যাগ ডুয়েল প্লাটিনা ব্র্যান্ডের ১শ বোতল মদ, নগদ ৭৭হাজার টাকাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক দেশজনতা/এন এইচ