২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৭

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে

 নিজস্ব প্রতিবেদক:
ফের আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ২০১১-২০১২ সেশনের চতুর্থ বর্ষের পরীক্ষা আট মাস আগে শেষ হলেও এখন পর্যন্ত রেজাল্ট পাননি তারা।  তাই ফলাফল প্রকাশের দাবিতেই অনশন করছেন শিক্ষার্থীরা।রবিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে অনশন শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, আমরা ২০১১-২০১২ সেশনেরর পরীক্ষা দিয়েছি গত ফেব্রুয়ারি মাসে। পরীক্ষা চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালযের অধিভুক্ত হয়। পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিলেও ফল দেওয়ার দায়িত্ব ঢাবি কর্তৃপক্ষের। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও পরীক্ষার ফলাফল আজও আমরা পাইনি।

তারা বলেন, আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণার দাবি নিয়ে ঢাবি’র নতুন ভিসির কাছে গিয়েছিলাম কিন্তু তিনি যা বলেছেন তাতে মনে হচ্ছে খুব দ্রুত ফল তারা দিতে পারবেন না।ইডেন মহিলা কলেজের ছাত্রী সুরাইয়া বলেন, ‘আমাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তারা ফল পেয়েছেন আরও তিন মাস আগে। আমরা ফল না পাওয়ায় ৩৮ তম বিসিএস থেকে শুরু করে অন্যান্য অনেক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারছিনা। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনীহার কারণে আমরা হাজার হাজার শিক্ষার্থী আজ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা পিছিয়ে পড়ছি।’

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ফল না পেলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ