২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪০

মুরসির যাবজ্জীবন বহাল

আন্তর্জাতিক ডেস্ক:

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির যাবজ্জীবন সাজা বহাল রেখেছে দেশটির একটি আদালত। ক্ষমতায় থাকাকালে কাতারকে তথ্য দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগে ২০১৪ সালে তিনি ও আরও আটজনের বিরুদ্ধে ওই মামলা হয়। একই মামলায় আরও তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত।

মিসরে ২০১১ সালের গণঅভ্যুত্থানের (আরব বসন্ত) পর দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। কিন্তু ২০১৩ সালের মাঝামাঝি তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি তাকে ক্ষমতাচ্যুত করেন এবং নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এরপরই গ্রেফতার করা হয় মুসলিম ব্রাদারহুড নেতা মুরসিকে। তখন থেকেই দেশটির ক্ষমতায় রয়েছেন সিসি।

২০১২ সালে বিক্ষোভে গুলি চালানোর অভিযোগে করা মামলায় ইতোমধ্যে ২০ বছরের সাজা ভোগ করছেন মুরসি। নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর সিসি দেশটির বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর সাঁড়াশি অভিযান চালান। গণআদালত প্রতিষ্ঠা করে দলটির হাজার হাজার নেতাকর্মীর বিচার করা হয়। এর মধ্যে কয়েকশ’ নেতাকর্মীকে মৃত্যুদণ্ড এবং অনেককে দীর্ঘমেয়াদি সাজা দেওয়া হয়েছে।

এদিকে মুরসির পতনের পর কাতারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে কায়রোর। বর্তমানে যে পাঁচটি দেশ কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিসর তার মধ্যে অন্যতম। কাতার সন্ত্রাসবাদে সমর্থন করছে এমন অভিযোগ এনে জুন মাসে দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। জোটের অপর দুটি দেশ হলো বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। অবশ্য সৌদি আরবের অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে কাতার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ২:৩১ অপরাহ্ণ