১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

গোপালগঞ্জে প্রবীণ সাংবাদিক রিফুর ইন্তেকাল

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও প্রথম শ্রেণির ঠিকাদার মিয়া আরিফুজ্জামান রিফু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঢাকার শ্যামলী ক্যান্সার সোসাইটি হাসপাতালে রোববার সকালে তিনি ইন্তেকাল করেন। বেশ কিছু দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার তার মৃতদেহ ঢাকা থেকে গোপালগঞ্জ আনা হবে। এবং পরে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  তিনি গোপালগঞ্জ জেলা শহরের থানা পাড়ার বাসিন্দা। তিনি দৈনিক প্রথম আলো ও নয়া দিগন্ত পত্রিকায় কাজ করেছেন। তার অকাল মৃত্যুতে গোপালগঞ্জ রিপোটার্স ফোরামসহ জেলায় কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ