১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫ বাংলাদেশি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে দু’বছর কারাভোগ শেষে পাঁচ বাংলাদেশি তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া এসব তরুণীকে শনিবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা তরুণীরা হলো- যশোরের ইরাদ আলীর মেয়ে পপি খান (২৩) ও জিল্লুর হোসেনের মেয়ে বিথী বেগম (৩০), নড়াইলের আক্কাছ মোল্লার মেয়ে ফাতেমা রানী (২২), ঢাকার নুরুল ইসলামের মেয়ে রোকেয়া আক্তার (২০) ও নরসিংদীর মুজিবর রহমানের মেয়ে র্ঝনা আক্তার (২৪)।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে গোহা সরকারি স্ট্রেট প্রটেকটিভ হোম তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে। পুলিশের কাছ থেকে ওই পাঁচ তরুণীকে রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করেছেন।

রাইটস যশোরের স্থানীয় প্রতিনিধি বজলুর রহমান জানান, ফেরত আসা তরুনীদের যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ