১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে রৌশন আরা (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ছলেমা বেগম (২১) নামে আরও এক নারী আহত হন। উপজেলার তমরুদ্দি ইউনিয়নে কোরালিয়া গ্রামে রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রৌশন আরা ওই গ্রামের জামাল মাঝির স্ত্রী। আহত ছলমা  বেগম জামাল মাঝির পুত্রবধূ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে জামাল মাঝির ঘরের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে ঘরে থাকা রৌশন আরা মারা যান এবং ছলেমা  বেগম আহত হন। আহত ছলেমা বেগমকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১২:৪৪ অপরাহ্ণ