১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করবে কানাডা। জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি ৭২তম অধিবেশনে এই ব্যাপারে কানাডা সক্রিয় ভূমিকা রাখবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড এই ঘোষণা দিয়েছেন। শনিবার টরন্টোর ডাউনটাউনে ম্যাট কোহেন পার্কে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন।

পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গেও কথা বলেছেন। রোহিঙ্গা ইস্যুটি এখন কানাডার ইস্যু হয়ে ওঠেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। মিয়ানমারে কানাডার রাষ্ট্রদূতের মাধ্যমে কানাডা রাখাইন সফরের চেষ্টা করছে, যাতে রাখাইনের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যায়।

গত ২৫ আগস্ট থেকে চার লাখ ৯ হাজার রোহিঙ্গা মুসলিমকে শনিবার পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য করেছে মিয়ানমার সরকার। তারা বাংলাদেশে শরণার্থী হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। এছাড়া শত শত রোহিঙ্গা রাখাইনে সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন। মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, নারী ও কিশোরীদের গণধর্ষণ করছে। রোহিঙ্গা অধ্যুষিত ৪৭১টি গ্রামের মধ্যে এরই মধ্যে ১৭৬টি গ্রাম খালি হয়ে গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ