নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোজার মাসে বাজার মূল্য স্বাভাবিক থাকবে। কেউ যাতে আকস্মিকভাবে দাম বাড়িয়ে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে।রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে চিনি, ছোলা, পেঁয়াজ, ডালসহ অন্যান্য পণ্যের চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে। তাই সংকট সৃষ্টি হওয়ার কোন কারণ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
জেলা চেম্বার অব কমার্স এই সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনূছ মিয়া, চেম্বারের পরিচালক শফিকুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
N/R
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

