১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

ট্রাম্প-এরদোগান বৈঠক বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাক মাস্টারের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। বৈঠকে সিরিয়া ও গুলেন টেরোরিস্ট অরগানাইজেশন (ফেতো) ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে একই দিনে আফগানিস্তান ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে গত ১৬ মে হোয়াইট হাউজে এ দুই বিশ্বনেতা বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ঐক্যমত পোষন করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ