১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

চালের বাজার লাগাম ছাড়া

নিজস্ব প্রতিবেদক:

বাজারে চালের দাম আরো বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই দাম বৃদ্ধি কেজিপ্রতি ৮-১০ টাকা ছাড়িয়েছে। চালের বাজার এখন যেন লাগাম ছাড়া ঘোড়া। এদিকে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। উল্টো কিছু কিছু সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের ন্যায় বাজারে আজও ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। পটোল, করলা, ধুন্দল, ঢেঁড়স ও বেগুনসহ সব সবজিই বিক্রি হয়েছে চড়া দামে। হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দুই দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের ফসল নষ্ট হয়েছে। এজন্যই চালের বাজারে এ আগুন লেগেছে।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালীসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে সবজি, মাছ ও মুরগির দাম আগের বাড়তি দামেই স্থিতিশীল থাকলেও নতুন করে আবারও বৃদ্ধি পেয়েছে চালের দাম।খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রি করব-এটাই স্বাভাবিক। দাম বাড়ার জন্য বরাবরই মিল মালিক ও আড়তদারদের দায়ী করছেন তারা। তবে বাজার মনিটরিংয়ের অভাবে দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, মোটা স্বর্ণা ও পারিজা চাল প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৫২ টাকায়। এ ছাড়া মিনিকেট কেজিপ্রতি ৯ টাকা বেড়ে (ভালো মানের) ৬৪ টাকা, মিনিকেট (সাধারণ) ৬০, বিআর-২৮ ৫৮, উন্নত মানের নাজিরশাইল ৭০, পাইজাম চাল ৫৫, বাসমতী ৭২, কাটারিভোগ ৭৬ এবং পোলাও চাল ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

চালের দাম নিয়ে মহাখালী কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, বাড়তি দামে কিনছি; সে অনুযায়ীই বিক্রি করছি। আড়তদাররাই বাড়িয়ে দিচ্ছেন, আমাদের কিছুই করার নেই। কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, চালের দাম বাড়ছে; আরো বাড়বে। বন্যার সমস্যা এখনো কাটিয়ে উঠেতে পারেননি মিল মালিকরা। ফলে দাম বাড়ছে।

ব্যবসায়ীদের সাবধান করে মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মন্ত্রী তো মন্ত্রীর জায়গায় থেকে এসব কথা বলেছেন; তিনি তো আর মাঠে গিয়ে দেখেন না। শুধু মুখে বললেই হবে না; এ ক্ষেত্রে মন্ত্রীরও অনেক দায়িত্ব আছে বলে মনে করেন এ ব্যবসায়ী। আর ক্রেতারা মনিটরিং এবং সঠিক তত্ত্বাবধায়নের অভাবকে দায়ী করছেন। ক্রেতা ফাহমিদা হোসেন বলেন, চালের দাম যেভাবে বাড়ছে; তাতে করে আগামী কয়েক দিনে ৮০-৯০ টাকা হয়ে যাবে মনে হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ