১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই কিশোরী তার দাদীর সাথে বিলে ছাগল আনতে যায়। এ সময় তার দাদী তাকে ছাগলগুলো খুঁজে আনতে বলে চলে আসেন। এই সুযোগে পাটকেলঘাটার পুটিয়াখালী গ্রামের মুজিবর রহমানের ছেলে শেখ শাহীন (২২) ওই কিশোরীর গলায় গামছা পেঁচিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

পরে ঘটনাটি জানাজানি হলে কামরুল শেখ ও সামাদ শেখ নির্যাতিত কিশোরীর বাবাকে মীমাংসার প্রস্তাব দিয়ে থানা-পুলিশ করতে নিষেধ করে এবং ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দেবে বলে চাপ দেয়। এ নিয়ে স্থানীয় বাদল, আনছার, শহীদুল, কাদেরসহ অন্যদের নিয়ে সালিশও বসে। কিন্তু ধর্ষক শাহীনকে হাজির করতে না পারায় সালিশদাররা দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। কোনো উপায় না পেয়ে নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় শনিবার মামলা দায়ের করেন।

মামলার কথা স্বীকার করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা জাকির হোসেন জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ