১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে ২ অনু্প্রবেশকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছে। শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার সীমান্ত রেখার ম্যাকিল সেক্টরে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ম্যাকিল সেক্টরে একটি অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এ সময় গুলিতে দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তিনি জানান, নিহতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে আগস্ট মাসের শুরুতে ওই এলাকায় সেনাবাহিনীর গুলিতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়। তারা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে ম্যাকিল সেক্টরে প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:৫৮ অপরাহ্ণ