বিনোদন ডেস্ক:
আড়াই হাজার প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খোঁজার প্রক্রিয়া। তার মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে চলতি সপ্তাহে টিকে আছেন ২২ জন প্রতিযোগী। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে বসবে ৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’-এর আসর। এ উদ্দেশ্যে খোঁজ চলছে বাংলাদেশের সুন্দরীর। ট্যালেন্ট রাউন্ড, করপোরেট রাউন্ড, ফটোশুট রাউন্ড— পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে গ্রান্ড ফিনালে রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। সেদিনই বিচারকের রায়ে খুঁজে পাওয়া যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে। এরপরই চীনের মূল আসরে যোগ দেবেন সেই প্রতিযোগী।
আন্তর্জাতিক আসরে মেধা, সৌন্দর্য, মনন ও পোশাক-পরিচ্ছদে অনন্য বাংলাদেশি মেয়ের গল্প তুলে ধরতে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করছে অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট। শুক্রবার শুরু হওয়া ‘করপোরেট রাউন্ড’ থেকে সঞ্চালনা করছেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। গালা পারফরম্যান্স ও গ্র্যান্ড ফিনালে রাউন্ডেও থাকছেন। করপোরেট রাউন্ড শেষে নির্বাচিত ১০ জনকে নিয়ে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর কক্সবাজারের রয়েল টিউলিপে অনুষ্ঠিত হবে গালা পারফরম্যান্স। ওই ১০ জনকে প্রশিক্ষণ দিতে মুম্বাই থেকে এসেছেন ফেমিনা মিস ইন্ডিয়ার অন্যতম প্রশিক্ষক নয়নিকা চ্যাটার্জি।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এখানে সৌন্দর্য আর বুদ্ধিমত্তার প্রমাণ দিয়ে সেরার মুকুট জিতবেন একজন।
এ আয়োজন সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে এবং মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

