১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০
????????????????????????????????????

সাকিবের জায়গায় দুজনকে খেলাতে হয়: মুশফিক

নিজস্ব প্রতিবেদক:

টেস্ট থেকে সাময়িক বিশ্রামে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে নেই সাকিব আল হাসান। বিশ্বের এক নম্বর অল রাউন্ডারকে না পাওয়া অধিনায়ক হিসেবেও যে কাউকেই অস্তস্তি দিবে। সাকিবের অনুপস্থিতিতে অসুবিধার কথা লুকালেন না টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমও।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অনুমিভাবে সাকিবের না থাকা নিয়ে প্রশ্ন এল। রাখঢাক না রেখেই জবাব দিলেন মুশফিক, ‘ওর জায়গায় আসলে দুইটা প্লেয়ারকে খেলাইতে হয়। একটা বোলার একটা ব্যাটসম্যান। কোন প্লেয়ার দিয়ে আসলে সাকিবকে রিপ্লেস করা যায় না।’

কোন ফরম্যাটেই সাকিবের বিকল্প নেই বাংলাদেশে। কিন্তু বাস্তবতা বুঝেন অধিনায়ক। মেনে নিচ্ছেন পরিস্থিতি, ‘ একইসাথে আল্লাহ না করুক ও যদি ইনজুরিও হয়ে যেত আমাদের কিন্তু খেলতে হতো। কাজেই সেভাবে প্ল্যান করতে হবে। প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। কিন্তু ওর মতো নাম্বার ওয়ান অল রাউন্ডারকে দলে পাওয়া ক্যাপ্টেন হিসেবে অনেক বড় সুবিধা দেয়।’

মুশফিক চান বিশ্রাম নিয়ে চাঙ্গা হয়ে ফিরে আবার মাঠ মাতাবেন সাকিব। টেস্টে না পেলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি অবশ্য দেখা মিলবে সাকিবের।
কদিন আগে টেস্ট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব আল হাসান। বিসিবি তাকে কেবল দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্ট থেকে বিশ্রাম দিয়েছে।

২১ সেপ্টেম্বর থেকে বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের দক্ষিণ আফ্রিকা অভিযান।পচেস্ট্রমের ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে ব্লুমফন্টেইন যাবেন মুশফিকরা। ৬ অক্টোবর থেকে মানগুয়াং ওভালে শুরু হবে দু প্লেসিদের বিপক্ষে শেষ টেস্টের লড়াই।
সাদা পোশাকের দ্বৈরথের পর দলের সঙ্গে যোগ দেবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওয়ানডে দলের ক্রিকেটাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ অক্টোবর থেকে। ২৬ ও ২৯ অক্টোবর হবে সিরিজের দুটি টি-টুয়েন্টি ম্যাচ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ