আন্তর্জাতিক ডেস্ক:
তিউনিশিয়ার নারীরা ভিন্ন ধর্মের পুরুষদের বিয়ে করার অনুমতি পেতে যাচ্ছেন। শিগগির দেশটির প্রেসিডেন্টের এ–সংক্রান্ত আদেশ কার্যকর করা হবে। প্রেসিডেন্ট বেজি কায়েদ ইসেবসির এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন।সেইসাথে দেশটির নারীদের জীবনসঙ্গী পছন্দের এই স্বাধীনতা প্রাপ্তির বিষয়কে স্বাগত জানিয়েছেন ওই মুখপাত্র। খবর: বিবিসির।
বর্তমান আইন অনুযায়ী, তিউনিশিয়ার নারীরা কোনো অমুসলিমকে বিয়ে করতে হলে সেই পুরুষকে ধর্মান্তরিত হতে হয় এবং প্রমাণস্বরূপ ধর্মান্তরের সার্টিফিকেট দেখাতে হয়। শতকরা ৯৯ ভাগ মুসলিমের দেশ তিউনিশিয়ায় ১৯৭৩ সাল থেকে এ নিয়ম কার্যকর রয়েছে। গত মাসেই দেশটির প্রেসিডেন্ট এই আইন তুলে নেওয়ার ঘোষণা দেন। জাতীয় নারী দিবসে ইসেবসি বলেন, ‘নারীদের জীবনসঙ্গী পছন্দের ক্ষেত্রে এই বিবাহ আইন একটি বাধা।’ তাছাড়া ২০১৪ সালে আরব বসন্তের সময় দেশটির যে সংবিধান প্রণয়ন করা হয় তাও লঙ্ঘন করে এই আইন। দেশটির মানবাধিকার সংগঠনগুলোও আইনটি বিলোপ করার দাবি জানিয়ে আসছিল। সরকারের ওই মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নতুন আইন শিগগির কার্যকর হবে এবং সংশ্লিষ্টরা কোনো ফি ছাড়াই বিয়ের জন্য নিবন্ধন করতে পারবেন।
দৈনিকদেশজনতা/ আই সি